Dhaka, Monday | 17 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 17 November 2025 | English
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্
‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
চাহিদায় ভাটা, বিক্রি কমছে স্বর্ণের
শিরোনাম:

জয়পুরহাটে ১২০ টাকায় ১৩ তরুণের পুলিশে চাকরি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম  (ভিজিটর : ১০৪)

মাত্র ১২০ টাকা করে খরচে স্বপ্ন পূরণ হলো জয়পুরহাটের ১৩ জন তরুণের। কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার।

তাদেরই একজন ভাবনা খাতুন বাবা ক্যান্সারের মারা যাওয়ার পর ছোট বেলা থেকে নানা নানির কাছে থেকে পড়াশোনা করেছেন। নানা হালিম ভ্যান চালিয়ে পড়াশোনা খরচ দিয়েছেন। ভাবনা খাতুন জানতে পারেন পুলিশে চাকরি পেতে টাকা লাগে না। পরে আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে বাছাইয়ে উত্তীর্ণ হন।

বুধবার সন্ধ্যায়  জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এ তরুণী। তখন পাশে এসে দাঁড়ান নানা হালিম হোসেন। 

তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় আমার নাতনি চাকরি হইছে। টাকা ছাড়া চাকরি হয়, এটি আজই দেখলাম। ভাবনা খাতুনের নানার  বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা  গ্রামে।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাজিতপুর গ্রামের চৌকিদারের ছেলে আপন মালো। মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত আপন মালো। ভাবনা খাতুন  ও আপন মালো মতো ১৩ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।

নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন, তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝