Dhaka, Tuesday | 2 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 2 September 2025 | English
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর মৃত্যু
বিয়াম ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য উপদেষ্টা
কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন: ফরিদা আখতার
শিরোনাম:

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০১ এএম  (ভিজিটর : ১)

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবাধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ঝিনাইদহের সাংবাদিক সমাজের অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন।

সোমবার রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুম আমিনুর রহমান টুকুর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।

আমিনুর রহমান টুকুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহে সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন ও সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুকু, সাবেক সভাপতি এম. রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম এবং সম্পাদক দৈনিক নবচিত্রের সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ সহ অনেকেই।

এক বিবৃতিতে তারা বলেন, “অধ্যক্ষ আমিনুর রহমান টুকু ছিলেন ঝিনাইদহের সাংবাদিকদের অভিভাবক, একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজ সচেতন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা শুধু একজন সাংবাদিককেই নয়, জেলার একজন মহান সুনাগরিককে হারালাম।”

সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের আমির আবু বকর মো. শাহজাহান ও সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান এবং ঝিনাইদহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু।

তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝