Dhaka, Saturday | 15 March 2025
         
English Edition
   
Epaper | Saturday | 15 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

ক্রিকেটারদের নিয়ে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের তুচ্ছ-তাচ্ছিল্য

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ৩০.০১.২০২৫ ৫:৫৬ পিএম  (ভিজিটর : ৪৭)
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে রাজশাহীর দেয়া ব্যাংক চেক হাতে সেলফই তুলেছিলেন এনামুল হক বিজয় ও তার সতীর্থরা। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিজয়দের। ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে রাজশাহীর দেয়া ব্যাংক চেক হাতে সেলফই তুলেছিলেন এনামুল হক বিজয় ও তার সতীর্থরা। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিজয়দের। ছবি: সংগৃহীত

একাদশ আসরে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কে নানান সময়ে নাম এসেছে দুর্বার রাজশাহীর। আসরের ড্রাফটে তরুণ ব্যাটার জিসান আলমকে নিয়ে নাটকীয়তা দিয়ে শুরু হয়েছিলো। এরপর টুর্নামেন্ট শুরু হওয়ার পর পেমেন্ট বিতর্ক, অধিনায়ক বদল, দলের খেলোয়াড়দের অনুশীলন ও বিদেশী ক্রিকেটারদের ম্যাচ বর্জন, খেলোয়াড়দের প্রতিদিনের ভাতা বকেয়া, ঢাকায় ম্যাচের আগে হোটেল বদলের পর এবার নতুন বিতর্কে জড়িয়েছে রাজশাহী।

নতুন বিতর্ক হল, স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের যাদের বাসা ঢাকায় অবস্থিত তাদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে দলটি। যদিও পরে এক বিজ্ঞপ্তি দিয়ে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ জানায় এমন কিছুই করেনি তারা। ম্যাচ না থাকায় তারা শুধু খেলোয়াড়দের ছুটি দিয়েছেন।

চলমান বিপিএলের প্রথম পর্বের ১২ ম্যাচ শেষ দুর্বার রাজশাহীর। বাইরের সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে মাঠে উজ্জ্বল তাসকিন বাহিনী। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে অপেক্ষা করছে প্লে অফে খেলার। তাকিয়ে রয়েছে খুলনা টাইগার্সের দিকে। তারা পয়েন্ট হারালেই বলা যায় নিশ্চিত তাদের পরবর্তী রাউন্ড খেলা। তার আগ অবদি আর কোনো ম্যাচ নেই তাদের। তাই ঢাকায় থাকা স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বুধবার সকাল থেকে এমন খবর ছড়িয়ে পড়লেই রাজশাহীর কর্তৃপক্ষকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। যদিও পরবর্তীতে ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটারদের অনুরোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাই হোক। হোক কর্তৃপক্ষ চাই দুর্বার রাজশাহী বিজ্ঞপ্তিতে জানায়, ‘কয়েকজন ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী স্থানীয় খেলোয়াড়দের পক্ষ থেকে করা হয়েছিল। তবে যারা ঢাকার বাইরে থাকেন, তারা বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে টিম হোটেলে থাকবেন। ঢাকায় বসবাসরত খেলোয়াড়রাও যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’

সেখানে তারা আরও জানায়, ‘রাজশাহী ইতিমধ্যে ১২ ম্যাচে ছয়টি জয় নিয়ে চলমান বিপিএল টি-টোয়েন্টিতে তাদের লিগ পর্বের খেলা করেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। প্লে অফে দলের যোগ্যতার উচ্চ সম্ভাবনা রয়েছে এবং একইভাবে ফ্র্যাঞ্চাইজি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির লিগ ম্যাচগুলি শেষ করার জন্য অপেক্ষা করছে।’

এ দিকে এ বিষয়ে টিম হোটেলে পরে টি গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, ‘আমাদের দল থেকে খেলোয়াড়দের বলা হয়েছে, যে আমাদের আগামী পাঁচ দিনে কোনো ম্যাচ নেই, কোনো অনুশীলনও নেই তাই তিন দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যারা ঢাকায় অবস্থান করেন (থাকে) তারা চাইলে বাসায় গিয়ে বিশ্রাম করতে পারেন। আমরা ফেব্রুয়ারির ১ তারিখে ডেট দিয়েছি। তারা চাইলে ঐদিন আবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘দেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকার বাইরের যারা আছেন তারা কিন্তু সকলেই হোটেলে অবস্থান করছেন কারণ তাদের ঢাকায় থাকার বাসস্থান নেই আর বিদেশিরাও আছেন এখানেই। বলা যায়, যারা ঢাকায় থাকে শুধু মাত্র তাদের জন্যই একটা ছুটির ঘোষণা করা হয়েছে, যে তিন দিনের ছুটিতে চাইলে আপনারা বাসায় যেতে পারেন। তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এটাই ছিলো। যেটা সকাল থেকে ছড়িয়েছে যে আমরা দেশি ক্রিকেটারদের হোটেল ছেড়ে দিতে বলেছি বিষয়টা আসলে এমন না। খেলোয়াড়দের বিষয়টি সুন্দরভাবে গুছিয়েই বলা হয়েছিলো এবং তারা সেটা মেনেও নিয়েছে।’

এফপি/এমআই
বিষয়:  বিপিএল   দুর্বার রাজশাহী   তুচ্ছ-তাচ্ছিল্য  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝