গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আশিক চৌধুরীর উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয় কুনিয়া তারগাছ এলাকায় তায়রুনেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় মহাসড়কের ঢাকামূখী বিআরটি লেনে প্রায় আধাঘন্টা যাবৎ যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) গাছা থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসুচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সরদার কামাল হোসেন, গাছা থানার সভাপতি মো. শাকিল আকন ও সাধারণ সম্পাদক রাজ মাহমুদুল হাসান সাকী, গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. মহসিন আনসারি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৫ তারিখ রাতে সহকর্মী আশিক চৌধুরী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বোর্ডবাজার এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ছিনতাইকারীরা। এসময় তার সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতারের দাবী জানান তারা। অন্যতায় গাজীপুরে ঔষধ সরবরাহ বন্ধের মত প্রদক্ষেপ নিতে বাধ্য হওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন গাছা থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) এর নেতাকর্মীরা।
এফপি/রাজ