Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

ভোলায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:২১ পিএম  (ভিজিটর : ১১৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলায় Sustainable Micro Enterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় "Promoting sustainable growth in poultry sub sector through RECP practice" উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে সংস্থার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং দৌলতখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভূবন চন্দ্র হালদার।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. তরুণ কুমার পাল।

সভায় জিজেইউএস প্রকল্পভুক্ত এলাকার উদ্যোক্তা, ডিলার, বিভিন্ন স্টেকহোল্ডার এবং স্মার্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা স্মার্ট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, পোলট্রি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে RECP (Resource Efficient and Cleaner Production) পদ্ধতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে পোলট্রি খাতের উদ্যোক্তারা আরো দক্ষতা ও প্রযুক্তি-নির্ভরতার মাধ্যমে তাদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এফপি/এমআই
বিষয়:  ভোলা  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝