Dhaka, Sunday | 17 August 2025
         
English Edition
   
Epaper | Sunday | 17 August 2025 | English
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম:

রূপসায় অস্ত্র ও মাদকসহ সোহাগের সহযোগী ও স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৬৩)

খুলনার রূপসায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) অনুমান সকাল ১০টা ৩০মিনিটের সময় উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ কদমতলা মোড় সংলগ্ন পপুলার জুট মিলের সামনে বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত একজন হলেন- বি কোম্পানি নামে পরিচিত দলের ক্যাডার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগের সহযোগী রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সুমন মিয়া (৪৭) এবং অন্যজন হল সোহাগের স্ত্রী রানী বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি আভিযানিক দল ও পুলিশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি সুমনের দেখানো মতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরী পাইপ গান, একটি দেশীয় তৈরি হাসুয়া, দুটি ছোরা, ০৭ পুরিয়া গাঁজা, গাঁজা খাওয়ার একটা বড় হুক্কা।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, রূপসাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝