কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানার একটি টিম তাদের আটক করে৷
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার মোঃ মিজানের পুত্র রবিউল হাসান (১৭) এবং একই জেলার ইলিয়াছ হোসেনের পুত্র হৃদয় হোসেন (২২)
পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টিম অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক সড়কের টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে দু’জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে কম্বল মোড়ানো তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র চালানের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটা টিম অভিযান পরিচালনা করে তিনটি অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।
এফপি/রাজ