Dhaka, Wednesday | 20 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 20 August 2025 | English
‘আমি মরার কারণ হলো পান্না’ চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রাম
শিরোনাম:

নকলায় আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা ১৩১১১ হেক্টর

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১১:৩১ এএম  (ভিজিটর : ৪০)

শেরপুরের নকলায় আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউবা জমিতে সেচ দিচ্ছেন। আবার কেউ কেউ জমিতে চাষ ও মই দিয়ে তৈরি করছেন। অনেক মাঠে কৃষক ও শ্রমিকরা চারা রোপনে ব্যস্ত।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছরের আমন আবাদের অর্জনকে এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২-৩ সপ্তাহ ধরে আমন ধানের চারা রোপনের কাজ শুরু হয়েছে। আর এই চারা রোপন কাজ চলবে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত, এমনটাই জানিয়েছেন অনেক কৃষক।

কৃষকরা জানান, বৃষ্টির পানিতে আমন ধানের চাষ ভালো হয়। আমনে সেচ খরচ সাধারনত কম লাগে। ফলে অল্প খরচে বেশি লাভবান হন কৃষকরা। সরজমিনে দেখা যায়, উপজেলার গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী, পাঠাকাটা, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নসহ পৌর এলাকায় আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৩ হাজার ১১১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড জাতের ৭ হাজার ১৩৫ হেক্টর, উফশী জাত ৪ হাজার ৭৬৩ হেক্টর ও স্থানীয় জাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৩ হেক্টর জমি।

চলতি মৌসুমে ধান থেকে সম্ভাব্য চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৭৪৮ মেট্রিকটন। এতে হাইব্রিড জাতের চাল ৩০ হাজার ৬০৯ মেট্রিকটন, উফশী জাতের চাল ১৭ হাজার ২৮৯ মেট্রিকটন ও স্থানীয় জাতের চাল ২ হাজার ৮৪৮ মেট্রিকটন। যদিও উৎপাদন কম বেশি হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তাগন।

ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ছাইদুল হক, সদস্য মোখলেছুর রহমান, ভূরদী মরাকান্দা এলাকার কৃষক হেলাল ও ঈসমাইল, কায়দা গ্রামের রাশিদা বেগমসহ অনেক কৃষক জানান, এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় দেরিতে ধানের চারা রোপন কাজ শুরু হয়েছে। তবে এখন প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হওয়ায় আগামী ২-৩ সপ্তাহের মধ্যে চলতি মৌসুমের আমন ধানের চারা রোপনের কাজ শেষ হবে বলে তারা আশা করেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে অর্জন বেশি হতে পারে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে জানান, উপজেলার আমন ধান রোপন উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে ও আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও কৃষি প্রনোদনা দেওয়া হয়েছে।

অন্য এক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন জানান, কৃষি ও কৃষকের উন্নয়নে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে বিভিন্ন কর্মশালা করা হয়েছে। কর্মশালায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১১১ হেক্টর জমিতে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এ জমিতে উপাদিত ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৭৪৮ মেট্রিকটন।

তিনি আরো জানান, আমন ধানের চারা রোপনে এলএলপি পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যা মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিরলস পরিশ্রম ও প্রচারের মাধ্যমে নকলার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এই পদ্ধতি ব্যবহারে কৃষকরা অধিক লাভবান হবেন বলে তিনি আশা করছেন।

নকলার বানেশ্বরদী গ্রামে কৃষক ও কৃষি শ্রমিকরা বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন। ছবিটি শুক্রবার উঠানো।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝