Dhaka, Wednesday | 12 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 12 November 2025 | English
ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫৫২ নেতাকর্মী গ্রেপ্তার
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
আবারও বাড়ল সোনার দাম
শিরোনাম:

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর কিশোর গ্যাং লিডারের সন্ত্রাসী হামলা

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:১৬ এএম  (ভিজিটর : ১৯১)

ভোলায় কিশোর গ্যাং লিডার, ভূমিদস্যু, ইয়াবা ও নিষিদ্ধ মালামাল ব্যবসায়ী কালাম দফাদারের সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে ওই সন্ত্রাসীরা। ওই সময় পিটিয়ে তার বিভিন্ন অঙ্গ থেতলে দেন।

রবিবার (২৭ জুলাই) রাত ৯টার সময় সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ি রোর্ডের আমতলা মোড়ে দোকানের সামনে রাস্তার উপরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মিজান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার সময় পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে আসার সময় তার বাড়ি সংলগ্ন আমতলা মোড়ে পৌঁছলে কিছু বুঝে উঠার আগেই ওৎ পেতে থাকা কিশোর গ্যাং লিডার কালাম দফাদার, তার ৪ ছেলে, ১ ভাই ও তার বাহিনীর ১৫-১৬ জন সদস্য মিলে মিজানকে লাঠি দিয়ে ও কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।

স্থানীয় লোকজন ভোলা সদর মডেল থানার পুলিশকে খবর দিয়ে, সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিক মিজানকে উদ্ধার করে। পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সাংবাদিককে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে ভোলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের এর ভোলা জেলা শাখা ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। আহত সাংবাদিক মিজানের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছি। সেই সঙ্গে এ হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝