বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
অপহরণের হাত থেকে বেঁচে যাওয়া ব্যবসায়ী জিয়াউর রহমানের ভাগনে জুয়েল আকন বাদি হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৯ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি ৫-৬ জন। মামলার আসামি ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ৪ জনকে সোমবার (১৪ জুলাই) বেলা ১০টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার প্রধান আসামি বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), ২নং আসামি ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), বটিয়াঘাটার তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) ও গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকনকে (৫৫) গ্রেফতার ও অপহরনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
উল্লেখ্য, রবিবার (১৩ জুলাই) বেলা ৭টার দিকে আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারধর করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।
এসময় জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম ও স্থানীয়রা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে সেই গাড়িসহ অপহরণকারি চক্রের ৪ জনকে গ্রেফতার করে এবং অপহৃত জিয়াউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, জিয়াউর রহমানকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মূল আসামিসহ ৪ জনকে গ্রেফতার ও অপহণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এফপি/রাজ