Dhaka, Wednesday | 2 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 2 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

কোন দখলবাজ নেতাকর্মীর স্থান বিএনপিতে নেই: মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ১০)

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচারী শাসনামলে যারা আন্দোলন-সংগ্রাম করে নির্যাতিত হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। বিএনপি নেতাদের মনে রাখতে হবে সংগ্রাম করলাম, কিন্তু ৫ আগস্টের পর আমার চাহিদা বেড়ে গেল, হাট-বাজার দখল করতে, সিএনজি স্ট্যান্ড দখল করতে গেলাম অথবা বালু ইজারা নেওয়ার জন্য নেমে গেলাম সেই সমস্ত দখলবাজ নেতাকর্মীদের স্থান বিএনপিতে নেই।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি মনে করি বিএনপি ক্ষমতায় চলে এসেছে তাহলে আমরা ভূল করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ৯১ সালে আওয়ামী লীগ ভেবেছিল তারা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে ফেলেছে। তখন তারা অন্তবর্তী সরকারও গঠন করে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় নাই। জনগণ বেছে নিয়েছিলো বিএনপিকে। আমরাও যদি বিগত আন্দোলন-সংগ্রামের পর মনে করি এখন তো আওয়ামী লীগ নেই, থাকলেও বা কি- বিএনপিতো ক্ষমতায় চলে এসেছে ৯১ এর আওয়ামী লীগের মতো আমরাও আরেকবার ভূল করবো। আমরা সাগরের একদম কিনারায় দাঁড়িয়ে সাঁতরাচ্ছি, সেখান থেকে ডাঙ্গায় উঠবো ফেব্রুয়ারিতে নির্বাচনের পর। সে পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এখন যদি তীরে এসে তরি ডুবিয়ে দেই, তার চেয়ে দুঃখজনক কিছুই থাকবেনা। এখনো অমানিশা কেটে যায়নি। আমাদের সবাইকে সকল দ্বন্দ্ব-বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও স্বপ্ন দেখছেন কিভাবে সুন্দর একটি দেশ গড়ে তুলবেন। বাংলাদেশের রাজনীতিতে আগামীর পালে কিভাবে ছুটে যাবেন, একটি সমৃদ্ধশালী ও অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ কিভাবে জনগণকে উপহার দিবেন। যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উৎপাদন ও উন্নয়নের বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশকে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে তারেক রহমান স্বপ্ন দেখেন আগামীতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আর মাথা উচু করে দাঁড়াতে হলে সেই নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব আমাদের যুবক এবং প্রবীণদের মেলবন্ধন ঘটিয়ে আগামীতে শিক্ষিত সমাজ এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে একত্রিত করে শ্রমিক, ব্যবসায়ী ও কৃষকদের কথা চিন্তা করে সবার সাথে সমন্বয় করে যে নেতৃত্বটি আগামীতে নেতৃত্ব দিতে পারবে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কদরুল হক মারুফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুফিয়ান আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এড. ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এড. এ এন এম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, এম এ মজিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, রুমেল খান।

এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু প্রমুখ।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। হাতির বহর ও ব্যান্ড পার্টির মাধ্যমে স্বাগত জানানো হয় সম্মেলনের অতিথিদের। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক পদে আব্দুল মুকিত বুলবুল ও সাংগঠনিক সম্পাদক পদে শাহিন মিয়া নির্বাচিত হন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝