ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি এলাকা সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকার আশপাশে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।
রবিবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ৪ জুন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোডসহ সচিবালয় ও যমুনা বাসভবনের আশপাশের এলাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতেও এমন নিষেধাজ্ঞা একাধিকবার জারি করা হয়েছিল, যার মধ্যে ১০ মে ২০২৫ ও ২৬ আগস্ট ২০২৪ তারিখ উল্লেখযোগ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে ডিএমপি।
এফপি/রাজ