Dhaka, Friday | 23 May 2025
         
English Edition
   
Epaper | Friday | 23 May 2025 | English
আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান
দেড়শ লোক নিয়ে এনসিপি ইসির পদত্যাগের জন্য সমাবেশ করেছে: ফারুক
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
শিরোনাম:

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৩:৫২ পিএম  (ভিজিটর : ৯)

গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসিস।

জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘ধ্বংসাত্মক ও আত্মঘাতী’ আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। বরং এটি ইসরায়েলকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।

আধানম তার নিজের জীবনের যুদ্ধকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, আমি জানি যুদ্ধ কী। আমি অনুভব করতে পারছি গাজার মানুষের যন্ত্রণা। আমি এর গন্ধ পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। এটা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফল।

তিনি বলেন, খাবার ও চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কখনোই মানবিক নয়। এটি বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, গাজায় কী চলছে তা ভাবুন—মানুষকে পরিকল্পিতভাবে না খাইয়ে রাখা, চিকিৎসা বঞ্চিত রাখা—এগুলো সভ্যতার লজ্জা।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুসারে, গাজার ওপর ইসরায়েলের আরোপিত সর্বাত্মক অবরোধের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক বিতরণ শুরু করেছে। এই সরবরাহকে স্বাগত জানালেও গেব্রিয়াসুস জোর দেন রাজনৈতিক সমাধানের ওপর, যা ছাড়া শান্তি কখনোই টেকসই হবে না বলে তিনি মনে করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝