Dhaka, Tuesday | 20 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 20 May 2025 | English
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইশরাকের আবেদন
শিরোনাম:

মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে রাখার আবেদন

প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৩০ পিএম  (ভিজিটর : ৮)

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চারদিনের রিমান্ড শেষ হয়েছে। সাবেক এই এমপিকে এখন কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম বলেন, ‘এ মামলায় তার নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি।’

সাবেক এই এমপিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

গত ১৩ মে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।

এর আগে ১২ মে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মমতাজকে মো. সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লাগে।

পরে তার মা বিউটি আক্তার ওইদিন রাত ৩ টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত বছরেরর ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা হয়, আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৪০০ জনকে। এই মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি হলেন মমতাজ বেগম।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝