পাবনা সদর উপজেলার অফুরিয়া পাটকিবাড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীনভাবে জুস উৎপাদনের দায়ে ‘স্বপ্ন ফুড এন্ড বেভারেজ’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
বুধবার, ১৪ মে ২০২৫ দুপুর ২টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। অভিযানে তাকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের ফলের জুস উৎপাদন ও প্যাকেজিং করতে দেখা যায়। তবে এসব বোতল ও প্যাকেটে বিএসটিআই অনুমোদন, উপাদান তালিকা, প্রস্তুতকারকের নাম এবং মেয়াদ-সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ ছিল না। এমনকি ব্যবহৃত লেবেল ও ব্র্যান্ডিং ছিল সম্পূর্ণ অনুমোদনবিহীন, যা ভোক্তাদের বিভ্রান্ত করে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় এই অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এফপি/রাজ