পাবনার চরঘোষপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৪ জনকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে ১১ মে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
অভিযানে সেনাবাহিনী, এনএসআই-এর ১৬ জন সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৮টি ট্রাক ও ৪টি স্কেভেটর জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জুয়েল (৪০), হৃদয় (২৮), মারুফ (৪০), বাবু মণ্ডল (৪০), বাপ্পি (৩২), হযরত আলী (২৯), বক্কার প্রামানিক (৬২), রবিউল (৪৩), জমির হোসেন (৩৫), মোঃ সাহাবুল (৪২), মোঃ নাহিদ পারভেজ (৩৫), মোঃ সাব্বির হোসেন (২৮), পান্না (৩২) এবং সাইফুল (৩৫)। তারা সবাই পাবনা সদর ও চাটমোহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর চরঘোষপুর এলাকায় একাধিক চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে কাঁচা-পাকা রাস্তা। নদীভাঙনে আবাদি জমিও হুমকির মুখে পড়েছে। এছাড়া, মাটি বহনকারী যানবাহনের কারণে সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটে।
প্রশাসনের এমন তাৎক্ষণিক অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
এফপি/রাজ