জয়ের জন্য শেষ ২ ওভারে বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ২৭ রান। বেশ কঠিনই মনে হচ্ছিলো! তবে ৪৯তম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান। ৩ ছক্কায় ২০ রান তোলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৭ রানে। ২ বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধরা। এই জয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আকবর আলির দল।
সোমবার (১২ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে সফরকারীররা।
সোমবার (১২ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে সফরকারীররা। ব্যাট করতে নেমে আফ্রিকার শুরুটা ভালো হলেও এরপর হুট করে খেই হারায়। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।
এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনোর। দলীয় ১৩৩ রানে আবারও ভাঙে কনোর এবং এনড্রিলের জুটি। শেষ দিকে মিচায়েলের ১৫ বলে ২৬ রানে ভর করে তিনশো পেরোয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন রিপন মন্ডল।
৩০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও জিশান আলম। ২৭ বলে ৩১ রান করে আউট হন জিশান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন রবিন। ৮৯ বলে ৮৭ রান করেন তিনি। রবিনের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে করেছেন ৪১ রান করেন তিনি। এরপর রকিবুলের ১০ বলে অপরাজিত ২৪ রানে ভর করে জয় পায় বাংলাদেশ।
এফপি/এমআই