Dhaka, Tuesday | 13 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 13 May 2025 | English
নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত কৌশল গ্রহণের আহ্বান
সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা
৩ মিনিটের মাথায় উধাও পোস্ট, কী লিখেছিলেন উপদেষ্টা মাহফুজ?
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শিরোনাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে ডি.লিট পাচ্ছেন ড. ইউনূস

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:১৩ পিএম  (ভিজিটর : ৯)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে। দীর্ঘ ৫৯ বছর পর আয়োজিত এই মহাযজ্ঞে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

 জানা গেছে, এবারের সমাবর্তনে কলা ও মানববিদ্যা অনুষদ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী—৪৯৮৮ জন—ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া বিজ্ঞান অনুষদ থেকে ২৭৬৬, ব্যবসায় প্রশাসন ৪৫৯৩, সমাজবিজ্ঞান ৪১৫৮, জীববিজ্ঞান ১৬৮৫, ইঞ্জিনিয়ারিং ৭৯৬, আইন ৭০৩, শিক্ষা ৩১৭, মেরিন সায়েন্স ২৮৪ এবং চিকিৎসা অনুষদ থেকে ২২৯৬ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করবেন। পিএইচ.ডি. ডিগ্রি পাচ্ছেন ৪২ জন এবং এম.ফিল পাচ্ছেন ৩৩ জন।

সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মূল অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ও সাজসজ্জার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রায় ২৫ হাজার অতিথি ও গ্র্যাজুয়েটের বসার ব্যবস্থা করা হয়েছে। একটি স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনুষ্ঠানস্থলের দায়িত্ব পালন করছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপহারসামগ্রীর ব্যবস্থাও রাখা হয়েছে—ব্যাগ, স্মরণিকা, কলম, ওয়ালেট ও একটি স্মারক টুপি প্রদান করা হবে, যা পরবর্তীতে ফেরত দিতে হবে না।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য উন্নতমানের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনটি আলাদা রান্নার কেন্দ্রে খাবার প্রস্তুত করে সকাল ১০টার মধ্যে বিভিন্ন বিভাগে পৌঁছে দেওয়া হবে। সমাবর্তনে যাতায়াত নির্বিঘ্ন করতে শতাধিক বাস নগরীর বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে চলবে। এছাড়া শাটল ট্রেনের সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে—বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। অংশগ্রহণকারীদের ব্যাগ, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাউন সংগ্রহ ও ফেরত দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সময়মতো গাউন ফেরত না দিলে ৩০০০ টাকা জরিমানা গুণতে হবে।

সংবাদ সন্মেলনে চবির ভিসি ইয়াহিয়া আকতার বলেন, এবারের সমাবর্তন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন।  সমাবর্তনের মূল বক্তা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তাঁর বক্তৃতায় উঠে আসবে মানবিকতা, উদ্ভাবন এবং সামাজিক ব্যবসায়ের গুরুত্ব। বিশ্বব্যাপী শান্তি ও দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মানসূচক ডি. লিট. ডিগ্রি প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সরকারের একাধিক উপদেষ্টা, শিক্ষাবিদ, আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিতব্য এই সমাবর্তন বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে উঠতে চলেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝