Dhaka, Thursday | 1 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 1 May 2025 | English
নারী সংস্কারের বিরুদ্ধে এক মঞ্চে ডানপন্থি দল, সরকারকে কঠোর হুঁশিয়ারি
বাঞ্ছারামপুর উপজেলায় আলো ছড়াচ্ছেন ইউএনও ফেরদৌস আরা
প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন
দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন ৫ হাজার ৫৩০ যাত্রী
শিরোনাম:

সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:০০ পিএম  (ভিজিটর : ৬৯)

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পাকা স্থাপনা নির্মাণ করে জায়গা দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ভুমিদস্যু সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মর্তুজা সরকার এবং তাঁর ছেলে মোয়াজ্জেম হোসেন সরকারের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, পদ্মা তীরের বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারের জায়গা দখল করে কিছুদিন ধরে পাকা স্থাপনা নির্মান কাজ চলছে। তবে যতদূর জানি এ জায়গার প্রকৃত মালিক দেলোয়ার হোসেন। গোলাম মর্তুজা সরকার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

কাগজপত্র থেকে জানা গেছে, বাংলাবাজারের চরবানিয়াল মৌজার ৯৩০ নম্বর দাগে ৮৯ শতাংশ ও ৯২৯ দাগে ৭৯ শতাংশ জায়গার মালিক দেলোয়ার হোসেন। সম্প্রতি ওই সম্পত্তির দখল নেয় গোলাম মর্তুজা সরকার। এরপর সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। এতে আদালতের দ্বারস্থ হন দেলোয়ার হোসেন। পরে ২৯ এপ্রিল সদর সিনিয়র সহকারি জজ আদালত সেখানে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। তথাপি সাবেক ওই ইউপি চেয়ারম্যান নিজে অবস্থান নিয়ে পাকা স্থাপনা নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জায়গার মালিক দেলোয়ার হোসেন বলেন, পৈতৃক সূত্রে আমি ওই জায়গার মালিক। তবে আমার জোত বা শরীকের কাছ থেকে অন্যত্র কিছু পরিমাণ জায়গা কিনেছেন সাবেক ইউপি চেয়ারম্যান। অথচ আমার ৯২৯ ও ৯৩০ দাগের সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন তিনি। তার ছেলে মোয়াজ্জেম হোসেন বাবুর নেতৃত্বে স্থাপনা নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের চক্ষু রাঙিয়ে বলেন, এটা বাংলাবাজার, আমি সাংবাদিকদের সামনে কিছু বলবো না। তবে সাংবাদিকদের জোড়ালো জিজ্ঞাসার মুখে প্রথমে কিছু বলতে শুরু করলেও তার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি পরবর্তীতে বলেন, এখন আর কিছু বলা যাবে না।

জায়গার বিষয়ে মোয়াজ্জেম হোসেন বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, জায়গাটি মালিক তারা। ১৭ বছর ধরে সেখানে তারা ভোগ দখলে আছেন। তাই তারা দোকানপাট করছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন সোমবার এ নিষেধাজ্ঞা উঠে যাবে, এই নিষেধাজ্ঞা থাকবে না।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝