Dhaka, Tuesday | 29 July 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 July 2025 | English
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
সারা দেশে ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি
বিশ্ব বাঘ দিবস আজ
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
শিরোনাম:

কুবি ‘বি’ ইউনিটে প্রথম পাবনা জেলার শাহীন

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:৫৪ পিএম  (ভিজিটর : ১১০)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন পাবনা জেলার মোঃ শাহীন। তিনি নিজ জেলার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র। জিপিএসহ তার মোট স্কোর হয়েছে ১০৫.৮১।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৫ এপ্রিল। এই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সকলকে পিছনে ফেলে শাহীন প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন। 

২৮ এপ্রিল রাত ১২টার পরে শিক্ষার্থীরা নিজেদের আইডিতে লগইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারেন।

নিজের সাফল্য সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহীন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়া। আল্লাহ তায়ালা আমাকে সেই পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝