Dhaka, Saturday | 5 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 5 July 2025 | English
ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাবেক সিইসি শামসুল হুদা আর নেই
মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক
পাঁচ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু
শিরোনাম:

মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:৩০ পিএম  (ভিজিটর : ২১৭)

মুন্সীগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ সম্রাট ওরফে বাবু মিঝি (৩৬) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রীজের ঢাল থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিশেষ অভিযানে তাকে আটক করে সদর থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি ছোঁড়া, চারটি হাত বোমা, ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বিএনপি নেতা মনির মিজির ছেলে। তিনি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।

তিনি জানান, রাত আনুমানিক ১ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাচঁঘড়িয়া কান্দি এলাকায় ব্রিজের ঢাল থেকে বাবু মিজিকে গ্রেফতার করা হয়। 
এসময় তার সাথে থাকা অপর দুইজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাবু মিজির দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি ছোঁড়া, চারটি হাত বোমা, ও দুইটি মোবাইল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক দুই অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, আটককৃত বাবু মিঝি অধিকাংশ সময় শহরের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটো-মিশুক ও সাধারণ মানুষকে আটক করে অস্ত্রের মুখে ছিনতাই করে বেড়াতো। এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই ও অস্ত্র-বিস্ফোরক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি সহযোগী ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝