মিয়ানমারে আজ শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি বিরল ঘটনা হিসেবে ক্ষমতাসীন সরকার আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে। খবর এএফপির।
মিয়ানমারের মধ্যাঞ্চলে আজ শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে রাজধানী নেইপেডুর একটি হাসপাতালে আহতদের দেখতে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির প্রতিবেদক। এ সময় জান্তা সরকারের মুখপাত্র জাউ মিন তুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে যতো দ্রুত সম্ভব মানবিক সহায়তা পাঠানোর আবেদন জানাচ্ছি।’
এদিকে, ভূমকম্পে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো ধারণা করা যাচ্ছে না। তবে, উল্লেখ করার মতো ঘটনা হলো আন্তর্জাতিক অঙ্গণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মিয়ানমারের সামরিক জান্তা সরকার সাহায্যের জন্য আবেদন করেছে। প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ছাড়া এ ধরনের আবেদন সাধারণত দেশটি করে করে না। আর তাই সাহায্যের আবেদনের কারণে মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা বেশ বড় মাপের হতে পারে।
এক বিবৃতিতে জান্তা সরকার জানায় দেশের ছয়টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই অঞ্চলগুলো হলো- সাগাইং, মান্দালয়, মাগওয়ে, উত্তর-পূর্বাঞ্চলীয় শান রাজ্য, নেইপেডু এবং বাগো।
সরকারের মুখপাত্র জাউ মিন তুন আরও জানান, মান্দালয়, নেইপেডু ও সাগাইং অঞ্চলে আহতদের জন্য রক্ত দান করা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে।
এফপি/এমআই