Dhaka, Saturday | 13 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 December 2025 | English
দুর্বল গণতন্ত্রে বন্দুক কথা বলে: এরশাদের উত্থান ও আজকের বাংলাদেশ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
কেরানীগঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি , উদ্ধার ৪৫
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
শিরোনাম:

জাপার ইফতার মাহফিলে হামলা, সাংবাদিক সাকিবসহ আহত ২০

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:৪০ পিএম আপডেট: ২০.০৩.২০২৫ ১২:২০ পিএম  (ভিজিটর : ৭৫)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলায় পার্টির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, এসএ টেলিভিশনের রিপোর্টার হাসান আল সাকিব এবং পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

গুরুতর আহত সাংবাদিক হাসান আল সাকিবকে তার সহকর্মীরা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এছাড়াও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোবাইল ভেঙ্গে ফেলেছে হামলাকারীরা।

বুধবার (১৯ মার্চ) ইব্রাহীমপুরে ‘দ্যা বুফে প্যালেস’-এ অনুষ্ঠিত ইফতার মাহফিলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়া আহত সাংবাদিক হাসান আল সাকিব বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের অনুষ্ঠানে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই কিছু টোকাইটাইপ দুষ্কৃতকারী সাংবাদিকদের হামলা করে। আমার মাইক্রোফোন, ডিভাইস, মোবাইল সব কেড়ে নিয়ে মাথায় স্টিক জাতীয় কিছু দিয়ে আঘাত করেছে। কিছু বুঝার আগে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে।

এশিয়ান টেলিভিশনের রিপোর্টার শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি লাইভে ছিলাম। কিছু বুঝে উঠার আগেই দুইজন ছেলে আমার ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও আমার সহকর্মীকে মারধর করে।

এদিকে হামলার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বিকেলে কচুক্ষেত সংলগ্ন দ্যা বুফে প্যালেসে এই ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা ঘটেছে। তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ২০/২৫ জন ইফতার মাহফিলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এসময় জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় রোজাদারদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা হল থেকে বের হয়ে যায়। এর প্রায় ১০ মিনিট পরে সন্ত্রাসী গ্রুপটি শতাধিক সন্ত্রাসীদের নিয়ে ক্রিকেট ব্যাট, হকিস্টিক, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জাতীয় পার্টি নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ কমপক্ষে ২০টি মোটর সাইকেল ভাঙচুর করে। এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা এসে সন্ত্রাসীদের ওপরে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে হটিয়ে দেয়। পরে সেনাবাহিনীর দেওয়া নিরাপত্তায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৮ মার্চ পল্লবী থানার ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির আরেকটি ইফতার মাহফিলে হামলা হয়েছিল, যা পরে ভন্ডুল হয়ে যায়। হামলাকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝