প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:৩৫ পিএম (ভিজিটর : ১৪)
ছবি: প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার কচুয়ারচর থেকে গভীর রাতে অস্ত্রের মুখে ৩৫টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (২ মার্চ) ট্রোলার যোগে তেতুলিয়া নদীর উত্তর দিকে নিয়ে যায় বলে রাখাল জসিম জানান। গরুর মালিকের বাড়ি চরফ্যাশন উপজেলার ঘোষের হাট এলাকায়।
জসিম জানান, গরুগুলোকে ঘাষ খাওয়ানোর জন্য লালমোহন উপজেলার কচুয়ার চরে আনা হয়েছে। রাতের বেলায় গরুগুলো এক জাগায় বাধা ছিল। ডাকাতেরা রাখালদের অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো ট্রোলারে তুলে তেতুলিয়া নদী দিয়ে উত্তর দিকে নিয়ে যায়। স্থানীয়রা রাতে লালমোহন থানায় খবর দিলে পুলিশ গরু ডাকাতির বিষয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করেছেন।
তবে গরু ডাকাতির বিষয়ে প্রত্যেক থানায় ম্যাসেস দেয়া হয়েছে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।