Dhaka, Wednesday | 30 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ১৪৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে যেখানে থাকতো উৎসবের আমেজ, নেতাকর্মীদের আনাগোনায় মুখর, আজ সেটির শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাংচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করে। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেয়। এসময় নেচে-গেয়ে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা, ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুণর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

এদিকে দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিষিদ্ধ ছাত্রলীগের কোন নেতাকর্মীর পক্ষ থেকে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝