Dhaka, Saturday | 26 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 April 2025 | English
বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতা করবে জামায়াত: তাহের
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

স্থানীয় সরকার নির্বাচন দিন, দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু: জামায়াত আমির

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:০৪ পিএম  (ভিজিটর : ১১৯)

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বাংলা‌দেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা-সক্ষমতা কতটুকু। সফল হলে জনগণ সমর্থন জানাবে, নয়তো হলুদ বা লাল কার্ড দেখাবে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর ময়মন‌সিংহে প্রথম উন্মুক্ত স্থানে জামায়াতের ‌বিশাল কর্মী সম্মেলন অনু‌ষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সকাল ৯টায় সম্মেলন শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন, তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দিবেন। আমরা তাদের একটা এসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকারের নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পরবর্তীতে আপনাদের পূর্ণ সমর্থন দেবে। যদি ব্যর্থ হন তাহলে জনগণ হলুদ বা লাল কার্ড দেখাবে।

তিনি আ‌রও বলেন, অতীতে যা চলল, এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত কেন ঝরল। এত জীবন কেন গেল? এখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত। তাদের কাছে আমরা কি জবাব দেবো! এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাব। জঞ্জাল মুক্ত, কলুষমুক্ত, দুঃশাসন ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। তোমরা হবে আমাদের আগামীর নেতা। আমরা হবো তোমাদের কর্মী। যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই।

মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝