Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র-জনতার ঢল

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০২ পিএম আপডেট: ২৮.০২.২০২৫ ৪:২৩ পিএম  (ভিজিটর : ৩২)
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: হাসান আল সাকিব

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: হাসান আল সাকিব

তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে কেন্দ্র করে ছাত্র-জনতা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন। এককভাবে বা ছোট ছোট দল নিয়ে সেখানে যাচ্ছেন তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের তৈরি মঞ্চ থেক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের নাম।

সরেজমিন দেখা গেছে, মঞ্চের সামনে সারি সারি করে আমন্ত্রিত অতিথির জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। অপেক্ষা ছিল ছাত্র-জনতার। সেই ছাত্র-জনতা জুমার নামাজের পরে মঞ্চের আশপাশে আসতে থাকে। ধীরে ধীরে ভিড় বাড়ছে। তাদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাধা। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানানো হচ্ছে মাইকে। অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘তুমি কে আমি কে, মুগ্ধ-মুগ্ধ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব তক্ত’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং অন্যান্য স্লোগান দিচ্ছেন।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষনেতদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝