আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জবাবদিহিতা নিয়ে মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী আমলের হলুদ সাংবাদিকদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম (সেবা)।
পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় সাংবাদিকেরা জেলা শহরের ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে এম সাইফুর রহমান সড়কে এমবি ও বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের কারণে পশ্চিমবাজারে যানজট লেগেই থাকে উল্যেখ করে ওই দুটি প্রতিষ্ঠানকে অন্যত্র সরানোর পরামর্শ দেন। মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়। চৌমুহনা,কুসুমবাগসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান সরানোর দাবী জানান।
এছাড়াও হলুদ সাংবাদিকদের মধ্যে যারা দলবদ্ধ হয়ে শহরের সরকারি হাসপাতালসহ বিভিন্ন দফতরে হয়রানীসহ চাঁদা দাবী করে তাদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়। খাসিয়া সম্প্রদায়ের মধ্যে অবৈধভাবে চা বাগানের জমিতে বসবাস করে যারা স্থানীয়দের সাথে মারামারি করে তাদের প্রতি আইনশৃঙ্খলা বিভাগের নজরদারী বাড়ানোর দাবী তোলা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের এক সাংবাদিক বলেন, অপরাধমূলক প্রতিবেদন ছাপানোর পর সংশ্লিষ্ট মহলের টনক নড়েনা।
সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ প্রতিবেদন করে থাকেন। কিন্তু যাদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হয়, তারা দিব্বি বসে থাকেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে সরকারের উচ্চ মহলে তথ্য দেবার দাবী তুলেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সাংবাদিকদের অভিযোগ শ্রবণ করেন।
পরে পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যেই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।
এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, বাংলাভিশন প্রতিনিধি হুমায়েদ আলী শাহিন, সাবেক প্রেসক্লাব সম্পাদক এসএম উমেদ আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার,মু. ইমাদ উদ-দীন, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, মো. শাহজাহান মিয়া, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, আব্দুল কাইয়ুম, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এফপি/এমআই