রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুনে পুড়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন চিওড়া কাজীবাড়ীর বাসিন্দা। স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তানের দাফন করা হয়েছে পাশাপাশি। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোক-স্তব্ধতা।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
মৃতরা হলেন উপজেলা চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাঁদের দুই বছর বয়সী একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে হঠাৎ অসুস্থতায় মারা যান ফজলে রাব্বীর প্রথম স্ত্রী তিথী। পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়ে করেন তিথীর বান্ধবী আফরোজা বেগম সুবর্ণাকে। তাদের সংসারে আসে একমাত্র ছেলে কাজী ফাইয়াজ রিশান।
প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে ছেলে রিশানকে উত্তরার নানার বাসায় দিয়ে যেতেন, আবার বাসায় ফিরে নিয়ে আসতেন।
ফজলে রাব্বির ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন চিওড়া ঐতিহ্যবাহী কাজীবাড়ি রাব্বির জন্মস্থান। কুমিল্লা শহরেও তাদের বাড়ি রয়েছে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।
তাঁর স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। রাব্বির দুই পক্ষের মোট দুই ছেলে রিশান ও রাফসান।
কাজী নাহিদ আরো জানান, স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরায় নানির বাসায় থাকতো। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় বৃহস্পতিবার রাতেই ছোট ছেলে রিশানকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসেন রাব্বি। এরপর শুক্রবার সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা।
পরে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন।
আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুইজনের লাশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীর দগ্ধ হয়নি। শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঢাকায় জানাজা শেষে লাশ রাতেই কুমিল্লার নানুয়ার দীঘিরপাড়ের বাসায় আনা হয়। রাত ১০টায় দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
এফপি/অ