Dhaka, Tuesday | 13 January 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 January 2026 | English
অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে
সোনার দাম বেড়ে রেকর্ড, আজ থেকে কার্যকর
প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ
ঢাকায় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ
শিরোনাম:

ভারতকে নিয়েই সাফ করতে চায় বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম  (ভিজিটর : ৯)

ভারত-বাংলাদেশ চলমান ক্রীড়া সংকটের মধ্যেই এ বছর সাফ আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ এশীয় ফুটবলের এ আসর মাঠে গড়াতে পারে। শুধু ঢাকায় নয়, প্রথমবারের মতো এ আসর তিনটি ভেন্যুতে আয়োজনের কথাও জানিয়েছেন তাবিথ।


গতকাল সোমবার বাফুফে ভবনে বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশন কর্মকর্তারা।


সেখানে ঢাকার বাইরে দুটি ভেন্যুকে পুরোপুরি ফুটবলের অধীনে দেওয়ার ঘোষণাও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ভেন্যু দুটি হলো চট্টগ্রাম ও সিলেট। এ দুটি ভেন্যুকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বাফুফে কর্তাদের সঙ্গে কথা বলে বেরিয়েই অবশ্য ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে কথা বলেছেন আসিফ নজরুল।


সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তার আশঙ্কার কথাই সামনে এনে সে দেশে খেলতে না যাওয়ার ব্যাপারে সরকারের অবস্থান আবারও তুলে ধরেছেন তিনি। এর মধ্যে বাফুফের সাফের স্বাগতিক হতে চাওয়ার বিষয়টিতে ভারত প্রসঙ্গ তাই চলে আসেই। সেপ্টেম্বরে হলেও ভারত কি তখন আসতে চাইবে বাংলাদেশে? তাবিথ অবশ্য ফুটবলকে এ বিতর্কের ঊর্ধ্বে রাখতে চান, ‘আমি মনে করি না, ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা কখনো রাখি। এই গত নভেম্বর মাসেও আমাদের প্রতিবেশী দেশ এখানে খেলে গেছে। গত মার্চে আমরা গিয়েছিলাম তাদের ওখানে খেলার জন্য। তো আমার মনে হয়নি যে এ ধরনের কিছু নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তোলাটা ঠিক হবে। আমি বিশ্বাস করি, ফুটবল ফুটবলের মতোই চলে আর ফুটবলাররা সব ফুটবলারের বিপক্ষেই খেলবে, অন্য কিছু নয়।’


তাবিথ বরং এ বছরের সাফ দিয়ে গোটা দেশের ফুটবলে একটা আলোড়ন ছড়াতে চান। ঢাকার বাইরেও দুটি ভেন্যুতে খেলার পরিকল্পনা সেখান থেকেই, ‘আমরা যদি এই সাফের স্বাগতিক হই, তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো, এর মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই।


সে জন্য ন্যূনতম তিনটি ভেন্যুতে আমরা খেলা আয়োজন করতে চাই, ঢাকা এবং এর সঙ্গে ঢাকার বাইরে আরো দুটি ভেন্যুতে। তাহলে আমি মনে করি যে টুর্নামেন্টটি জমজমাট হবে এবং আমরা স্বাগতিক হিসেবেও দেখাতে পারব যে ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারি। এই সবকিছুই এখন আলোচনার মধ্যে আছে।’


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝