চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ছাত্রদল।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাঁশখালী গার্লস কলেজের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন প্রমুখ।
দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী দারুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম। এতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল সহ উপজেলার বিভিন্ন শাখা পর্যায়ের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় সভাপতির বক্তব্যে আবদুস সবুর বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া তাঁর লড়াই-সংগ্রামে আপসহীন ছিলেন। তিনি দেশের আপামর জনসাধারণকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতেন এবং সব সময় তাঁদেরকেই সবার আগে স্থান করে দিতেন। বেগম খালেদা জিয়ার সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে।’
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দদের।’
এফপি/জেএস