ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে দাখিল করা ১৫ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চার প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য জানান। এ সময় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
মাগুরা-১ আসনে বৈধ হওয়া ৮ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণ অধিকার পরিষদের ডাক্তার খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মোঃ জাকির হোসেন মোল্লা ও খেলাফত মজলিসের মোঃ ফয়জুল ইসলাম।
অপরদিকে মাগুরা-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল।
মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গনফোরামের মোঃ মিজানুর রহমান ও ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান ও কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি।
এফপি/এমআই