বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ জানাযা আদায় করা হয়।
জানাযায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডু ও সাজ্জাদুর রহমান প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ রহমানী। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এফপি/জেএস