দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ নিউ সান প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিউ সান প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তারেক রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের পরিচালক মো: মমিনুল ইসলাম টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার রানীগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাসুদ ইকবাল, উপজেলার মিশন স্কুলের সহকারী শিক্ষক এরশাদ মাহমুদ, মো: বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস