আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে ৩জন। তারা সবাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী (২০শে জানুয়ারী)।
তবে তারা আশাবাদী শেষ পর্যন্ত হয়তো দল প্রার্থীতা পরিবর্তন করে তাদের মনোনয়ন মিলতে পারে বলে মনোনয়ন জমা দিয়েছেন। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৩টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল বারী। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. গোলাম মোস্তফা। এছাড়াও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী ও ওমান বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আমিনুর রহমান(সিআইপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ২০০৮ সালে বিএনপির দুঃসময়ে তিনি এমপি নির্বাচিত হন। তার পর থেকেই রাজপথে আছেন। বিএনপির সকল আন্দোলন সংগ্রামে তিনি মাঠের নেতা-কর্মীদের সাথে থেকেছেন, মামলা, হামলার শীকার হয়েছেন। এলাকার প্রতিটা মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং দল তাকে শেষ পর্যন্ত বিবেচনা করলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করেন। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেন বলে আভাস দেন। বিএনপির আরেক প্রার্থী ওমান প্রবাসী ওমান বিএনপির কার্যকরী সদস্য এবং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েষন অব বাংলাদেশ (এব) নেতা সিআইপি আমিনুর ইসলাম জানান, তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বর্তমানে ওমানে বিএনপির কার্যকরি সদস্য, ওমান যুবদলের সভাপতি, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর নেতা। দীর্ঘদিন ধরেই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে যোগাযোগ ও তাদের প্রয়োজষে কাজ করে আসছেন।
তারেক রহমান যে তরুন নেতৃত্বের কথা বলেছেন সেই বিবেচনা করে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন তবে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকবেননা বলে জানান।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ০২জন। এ আসনে ভোটকেন্দ্রের স্থায়ী সংখ্যা ১০৪টি, ভোটকক্ষের স্থায়ী সংখ্যা ৬৭৫টি ও অস্থায়ী সংখ্যা ৩৫টি রয়েছে।
এফপি/জেএস