বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন (৫ আগস্টের) গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির উপজেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম।
আগামীকাল (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে কসবা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম। তিনি বলেন, “তারেক রহমান ছিলেন (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। তার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে যাবে। দেশে ফিরে তিনি রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবেন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াইল হুদা শিপন, ছাত্রদল সভাপতি প্রার্থী বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী রাজু আহমেদ।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে দেশ একটি গণতান্ত্রিক ও ন্যায়ের পথে এগিয়ে যাবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন।
এফপি/জেএস