শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নালিতাবাড়ী–শেরপুর মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা বেগম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা। তিনি হাদিউল ইসলামের স্ত্রী ও চার সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মাজেদা বেগম বাড়ির সামনে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/জেএস