সেনাবাহিনী উদ্যোগে রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় ৯১টি পরিবারের আড়াই শতাধিক মানুষ বিশুদ্ধ পানির আওতায় এসেছে। প্রকল্পটির মাধ্যমে নিজ এলাকায় পানির সুবিধা পাচ্ছে পরিবারগুলো।
সেনাবাহিনী জানায়, জুরাছড়ি উপজেলার দুর্গম শৈয়ালপাড়া এবং থাচিপাড়ার দুর্গম পাহাড়ি পাড়াগুলিতে স্থানীয় জনগণ পাঁচশ থেকে ছয়শ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে। যা অত্যন্ত কষ্টসাধ্য। সেনাবাহিনীর টহল টিম বিষয়টি সরেজমিনে দেখতে পেয়ে ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে রাঙামাটি রিজিয়ন ও জুরাছড়ি জোনের ব্যবস্থাপনায় শৈয়ালপাড়া এবং থাচিপাড়ায় দুটি পৃথক পানির পয়েন্ট স্থাপন করে। এতে শৈয়ালপাড়ায় প্রায় ১৬ এবং থাচিপাড়ায় প্রায় ৭৫ পরিবারের ২৫০ মানুষ নিজ বসতবাড়ির পাশেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছে। এতে এলাকাবাসীর জীবনে স্বস্তি এসেছে। প্রকল্পে সেনাবাহিনীর প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে।
জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনী এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এফপি/জেএস