ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে রাজৈর থানার মোড় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর ২ সংসদীয় আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান।
এসময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সিনিয়র সহ সভাপতি আরিফুজ্জামান টিপু, সহ সভাপতি রাকিবুল হাসান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, সহ সাংগঠনিক সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য বাচ্চু শেখ, নাজমুল ও আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। তবে এক হাদিকে হত্যা করে আন্দোলন থামানো যাবে না। হাদির জানাযা নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তার প্রমান করে। শরীফ ওসমান হাদী ছিলেন এ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুন সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও তৎপর হতে হবে।
এফপি/জেএস