মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬।
র্যাব সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত রাখা ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতকরা হলেন— ফারুক (৩৫), পিতা খালেক এবং দেলোয়ার হোসেন, পিতা মৃত আরশাদ। তারা উভয়েই চন্দনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করে পলাতক আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস