Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

বন্ধুত্বের রজত জয়ন্তীতে দৃষ্টির সেবা উপহার দিল এসএসসি ২০০১ ব্যাচ

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:১২ পিএম  (ভিজিটর : ৫৪)

এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুত্বের রজত জয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় পাঁচশতাধিক মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন। 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশন, সার্বিক সহযোগিতা করে উন্মেষ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালি। রাঙ্গামাটি সদর ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু, নারী ও বয়স্ক মানুষ এই ক্যাম্পে অংশ নেন। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ, চশমা ও চিকিৎসা দেওয়া হয়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ক্যাম্প ছিল এক বড় সহায়তা। অনেকেই জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না, এমন উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

চিকিৎসা নিতে আসা শিক্ষিকা রোজী আক্তার বলেন, অন্যান্য শারিরীক চিকিৎসা মোটামুটি পাওয়া গেলেও রাঙ্গামাটিতে চক্ষু চিকিৎসা পাওয়াটা একটু ব্যয়সাপেক্ষ। এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই ক্যাম্পের মাধ্যমে অনেকে উপকৃত হলো। আমি আয়োজনকারী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
 
আয়োজকদের সহযোগিতায় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরাও এই ক্যাম্পে নিরলসভাবে কাজ করেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ওর্গানিয়র সাইফুর রহমান জুয়েল বলেন, আমাদের আয়োজনটি একটু ব্যাতিক্রম। চোখের ঔষুধ, চশমা এবং পরবর্তীতে আমরা বিনামূল্যে চোখের অপারেশনও করে দিই। অনেক রোগীর চোখে দীর্ঘদিনের সমস্যা ধরা পড়েছে। সময়মতো চিকিৎসা পেলে এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ধরনের ক্যাম্প জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু পার্বত্য এলাকায় চোখের চিকিৎসা অপ্রতুল, তাই আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে চোখের রোগীরা খুব উপকৃত হবে।

আয়োজকদের পক্ষ থেকে পাপিয়া চাকমা বলেন, আমরা এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব উদযাপন করছি। এই আনন্দের মুহূর্তে আমরা শুধু নিজেরা নয়, সমাজের মানুষদেরও যুক্ত করতে চেয়েছি। সেই ভাবনা থেকেই এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন। আমরা বন্ধুত্বের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন হলেও ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝