| শিরোনাম: |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দিয়েছে ছাত্র জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়।
‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে ।
এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।
এতে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মূখ্য সংঘটক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির যুগ্ম আহবায়ক মো: ইসহাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন, মোজাম্মেলসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা।
এসময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
এফপি/জেএস