Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

বাঘাইছড়িতে মহাথেরো তিলোকানন্দ ও সংঘরাজের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  (ভিজিটর : ৪)

বৌদ্ধদের চতুর্থ সংঘরাজ ও সাদা মনের মানুষ হিসেবে খ্যাত শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান দ্বিতীয় দিন রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলার শাক্যমুনি বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।


ধর্ম দেশনা দেন, শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, মালোশিয়ার ধর্মীয়গুরু ধম্মাজ্যোতি মহাথেরা, থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু পারা সামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক অধ্যক্ষ ড. জিনবোধি মহাস্হবিরসহ অন্যরা।


ধর্ম সভায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানে শাক্যমুনি বৌদ্ধ বিহারে পেটিকাবদ্ধ (কৃত্রিমভাবে সংরক্ষিত) অবস্থায় রাখা তিলোকানন্দ মহাথোরোকে হাজার হাজার পূর্নাথীরা শেষ শ্রদ্ধা জানান।


প্রধান অতিথির বক্তব্য পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে রয়েছে। দুই মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তিলোকানন্দ মহাথেরো পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন তা আমাদের ধরে রাখতে হবে। যদি কর্তৃত্ব ধরে না রাখতে পারি তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ আমাদের ক্ষমা করবে না।


উল্লেখ্য, মহাপ্রয়ান তিলোকানন্দ মহাথের ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিষ্ঠাতা, মিয়ানমার সরকার প্রদত্ত অগ্রমহাপণ্ডিতউপাধিপ্রাপ্ত, এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃক সাদা মনের মানুষ স্বীকৃতিপ্রাপ্ত, কাচালং শিশু সদনের অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৩৭ খ্রিস্টাব্দে জন্ম গ্রহন করেন(নভেম্বর) ২০২৩ খ্রিস্টাব্দে তার মহাপ্রয়ান ঘটে


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝