Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

টেকনাফে ৬৯ হাতবোমা ও বিপুল সরঞ্জামসহ আটক ২

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৩৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে এই অভিযান চালানো হয়।

এ সময় মো. সম্রাট প্রধান ও মো. অন্তর নামের দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে সম্রাটের বাড়ি বাড়ি চাঁদপুরের মতলব উত্তরথানার নবুরকান্দিতে এবং অন্তর নারায়ণগঞ্জের বন্দর থানার গারমোরার বাসিন্দা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি জরাজীর্ণ বাড়ির পরিত্যক্ত অংশ থেকে তৈরিকৃত ৬৯টি হাতবোমা, ১ দশমিক ৬ কেজি সালফার, ১ দশমিক ৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং একটি প্লাসসহ দুইজনকে আটক করা হয়। তবে এ সময় বাড়ির আঙ্গিনায় অবস্থানরত অপর দুইজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

আটকদের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে বোমা তৈরির একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারনা করা হচ্ছে- স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজে ব্যবহারের জন্য এসকল বোমা তৈরি করা হচ্ছিল।

এফপি/এমআই
বিষয়:  কক্সবাজার   টেকনাফ   হাতবোমা   আটক  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝