Dhaka, Monday | 15 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 December 2025 | English
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে
ঢাকায় তাপমাত্রা আজ যেমন থাকবে
শিরোনাম:

“দূর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ জরুরি, সারাদেশে অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত”

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২১ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতির আশার আলো।


তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের ভূমিকম্প মোকাবিলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টীম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গুরুত্ব দিচ্ছে এমন বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।


এ সময় সাংবাদিকদের অস্ত্র উদ্ধার সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানেই অস্ত্র ও অপরাধী পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। দেশে ভারী কোন অস্ত্র বাহিরে কারো হাতে নেই।


(৫ ডিসেম্বর) শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ও প্রশিক্ষণ গ্রাউন্ডে (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস- ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সকালে শুরু হওয়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা, মানবিক কাজ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের অবদানকে গুরুত্ব দিয়ে দিনটি পালন করা হয়।


এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝