Dhaka, Tuesday | 25 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 25 November 2025 | English
বিমান চলাচলে বাড়ছে ঝুঁকি
ঢাকায় তাপমাত্রা কেমন থাকবে আজ
ফারাক্কা বাঁধ: উত্তরবঙ্গের জলসংকটের মূল শিকড়
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
শিরোনাম:

বেবিচকে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop সম্পন্ন

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:১৩ পিএম  (ভিজিটর : ৮)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস ডিভিশন (এফএসআর) এর উদ্যোগে দুইদিনব্যাপী USOAP Audit Support Workshop গতকাল (সোমবার) ২৪ নভেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্যে যে, কর্মশালাটি গত ২৩ নভেম্বর শুরু হয়। এফএসআর বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় সার্কভুক্ত ৭টি দেশ তথা বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

USOAP হলো Universal Safety Oversight Audit Programme, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO কর্তৃক পরিচালিত একটি বৈশ্বিক বিমান নিরাপত্তা অডিট প্রোগ্রাম। এটি সদস্য রাষ্ট্রগুলোর বিমান নিরাপত্তা তদারকি সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিচালিত হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল USOAP-এর মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণকারীদের দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা এবং দক্ষিণ এশীয় অঞ্চলের বিভিন্ন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ জোরদার করা।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উড্ডয়ন নিরাপত্তা ও অডিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়। এতে বিভিন্ন দেশের USOAP অডিট অভিজ্ঞতা ও সেখান থেকে পাওয়া শিক্ষণীয় দিক, আন্তর্জাতিক মান অনুযায়ী বিমান নিরাপত্তার আটটি গুরুত্বপূর্ণ উপাদান (Critical Elements), রাষ্ট্রীয় বিমান কার্যক্রম সংক্রান্ত প্রশ্নমালা (SAAQ) পূরণের প্রক্রিয়া, USOAP প্রোটোকল প্রশ্নাবলীর (PQs) তথ্য-প্রমাণ OLF-এ আপলোড করার নিয়মসহ সাম্প্রতিক অডিটগুলোর সাধারণ ত্রুটি (Common Pitfalls) ও উত্তম অনুশীলন (Best Practices) বিষয়ে বিস্তারিত উপস্থাপন ও মতবিনিময় হয়। এসব আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা USOAP বাস্তবায়ন ও উড্ডয়ন নিরাপত্তা তদারকি সক্ষমতা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Ambassador and Head of Delegation of the EU to Bangladesh জনাব মাইকেল মিলার (MICHAEL MILLER)।

বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে ইইউ’র রাষ্ট্রদূতসহ সকল আন্তর্জাতিক অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। বেবিচক এমন গুরুত্বপূর্ণ বিষয়ক কর্মশালা আয়োজন করতে পেরে সম্মানিত ও আনন্দিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উড্ডয়ন নিরাপত্তায় সহযোগিতার একটি শক্তিশালী উদাহরণ হলো এই আয়োজন। তিনি উল্লেখ করেন, ইউ-সাউথ এশিয়া এভিয়েশন পার্টনারশিপ (EU-South Asia APP) প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ দক্ষিণ এশিয়ার বিমান নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেবিচক চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন USOAP অডিটের প্রেক্ষিতে এই কর্মশালা বাংলাদেশের জন্য অত্যন্ত সময়োপযোগী। আন্তর্জাতিক ও স্থানীয় অংশগ্রহণকারীদের জ্ঞান, অভিজ্ঞতা ও মতবিনিময় আমাদের কার্যকর বাস্তবায়ন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

উক্ত কর্মশালার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি) (Air Commodore Md. Mukeet-ul-Alam Miah, BUP, psc, GD(P))। এছাড়া চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (এফএসআর অ্যান্ড আইএ) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝