রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২-১৪ কোটি টাকার মালপত্র ক্ষতির আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে পূর্বের নাম (বাংলাদেশ হ্যাচারী) অরিয়েট জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে মিলের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস।
অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর মিলটির পিছনে একটি গোডাউনে আগুন দেখে শ্রমিকরা চিল্লা চিল্লি করলে এসে দেখতে পাই আগুন জ্বলছে। প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোন শ্রমিক ছিলোনা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।
রাজবাড়ী জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে আমি রাজবাড়ী থেকে চলে আসছি, কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি। তিনি আরও বলেন, এখানে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিলো, যার বাজার মূল্য ১৩ কোটি। এছাড়া বড় একটি গোডাউন পুড়ে গেছে।
রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, আগুন পাটের গোডাউনে থাকার কারনে নেভাতে সময় লাগছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এটা এখন বলা যাচ্ছেনা।
এফপি/অ