বাংলাদেশ আমজনগণ পার্টি অভিযোগ করেছে, একটি মহল তাদের নিবন্ধন বাতিলের লক্ষ্যে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা ও নানা অপতৎপরতা চালাচ্ছে। দলটির দাবি, নির্বাচন কমিশনে গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সংগঠিতভাবে নানা বিভ্রান্তিকর অভিযোগ পাঠানো হচ্ছে, যাতে কমিশন তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়।
দল থেকে পাওয়া একটি অডিও রেকর্ড ফিনান্সিয়াল পোস্টের হাতে আসে। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তি তাঁর সহকর্মীদের বলেন, পোস্ট অফিসের মাধ্যমে নির্বাচন কমিশনে অন্তত ৫০০টি চিঠি দিতে হবে।
তিনি নিজে সহকর্মীদের উদ্দেশে বলেন—“যার যত সামর্থ্য, ১০, ১৫ বা ২০টি করে আবেদন পাঠান। ৫০০টি চিঠি গেলে কমিশন নিবন্ধন বাতিল করতে বাধ্য হবে।” অডিওতে আরও বলা হয়, প্রতি আবেদন পাঠাতে খরচ হবে মাত্র ১০ থেকে ১২ টাকা।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রাথমিক নিবন্ধন পায় বাংলাদেশ আমজনগণ পার্টি। ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের যাচাই–বাছাই শেষে ৩টি দল শর্ত পূরণ করে। গণবিজ্ঞপ্তি জারির পর আগামী ১২ নভেম্বরের মধ্যে আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্ত নিবন্ধন লাভ করবে।
বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় এক নেতা অভিযোগ করেন, “আমরা মাঠপর্যায়ের সব শর্ত পূরণ করেছি। তারপরও একটি মহল বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে নিবন্ধন বাতিলের চেষ্টা করছে। বিষয়টি আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”
অডিওটি শুনতে উপরের বারকোড স্ক্যান করুন
এফপি ডেস্ক