Dhaka, Friday | 24 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 24 October 2025 | English
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
৪১ বছরেও থামছেন না মেসি, ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি
পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু
শিরোনাম:

পৌরসভার উদ্যোগে আংগারিয়া বাজারের ড্রেন পরিষ্কার অভিযান

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:৩২ পিএম  (ভিজিটর : ২১)

দীর্ঘদিন পর শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার এলাকায় শুরু হয়েছে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম।


শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভা কর্তৃপক্ষ এই কাজ শুরু করে। এতে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তির নিঃশ্বাস।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই আংগারিয়া বাজার ও আশেপাশের সড়কে পানি ও ময়লা জমে থাকত। এতে দোকানপাটে ঢুকত নোংরা পানি, সৃষ্টি হতো দুর্গন্ধ। পথচারী ও ব্যবসায়ীরা প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতেন।


পৌর প্রশাসকের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। তারা আশা করছেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকায় স্থায়ীভাবে পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হবে।


শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন বলেন, আংগারিয়া এলাকায় প্রায় ২ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পানি ও ময়লা নিষ্কাশন সহজ হবে


তিনি আরও বলেন, পৌরসভার অন্যান্য বন্ধ ড্রেনগুলোও পর্যায়ক্রমে সচল করা হবে। আমরা দেখেছি, ময়লার প্রায় ৮০ শতাংশই অপচনশীল। তাই তা পৃথক করার চেষ্টা চলছে, যাতে জৈব বর্জ্য থেকে সার উৎপাদন করা যায় এবং অপচনশীল অংশ রিসাইকেল করে নতুন পণ্য তৈরি করা সম্ভব হয়।


এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াবে না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। তারা পৌর কর্তৃপক্ষকে এই কাজ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝