শিরোনাম: |
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ মিনার এলাকা থেকে লং মার্চ শুরু হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু।
তিনি বলেন, অধ্যক্ষ আজীজি যা বলার বলেছেন। তার ঘোষণা অনুযায়ী, আমাদের আন্দোলন চলবে।
বিকেল ৫টায় আমরা যমুনা অভিমুখে লং মার্চ শুরু করব।
এদিকে শিক্ষকদের প্রতিনিধিদলকে আলোচনায় ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা সচিব রেহানা পারভীন আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।
লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি এটা একটি উত্তরণ।
শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবু আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি।
এফপি/অআ